Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

বিএসএমএমইউ উপাচার্য

এবারের নির্বাচন বিশ্বে সুষ্ঠু নির্বাচনের রোল মডেল হিসেবে চিহ্নিত হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৫, ২০২৩, ১০:২০ এএম


এবারের নির্বাচন বিশ্বে সুষ্ঠু নির্বাচনের রোল মডেল হিসেবে চিহ্নিত হবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অনন্য নজির স্থাপন করবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, এ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলের একটি অন্যতম সাফল্য হিসেবে বিবেচিত হবে। এবারের জাতীয় নির্বাচন বিশ্বে সুষ্ঠু নির্বাচনের রোল মডেল হিসেবে চিহ্নিত হবে।

রোববার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে জাতীয় নির্বাচনকে সামনে রেখে থিম সং,পদ্মা সেতুসহ সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে চারটি গানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, ৭ জানুয়ারি সব ভোটকেন্দ্র ভোটারদের অংশগ্রহণে উৎসবের কেন্দ্রে পরিণত হবে। সেদিন নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। যাতে করে চলমান সাফল্য উন্নয়নের ধারা অব্যাহত থাকে।

উপাচার্য বলেন, বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, বাংলাদেশের মানুষ কারো রক্তচক্ষুকে ভয় পায় না। গত ১৫ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন দেশের মানুষকে জানাতে হবে এবং দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাধারণ জরুরি বিভাগ, অক্সিজেন প্লান্ট স্থাপন, অনলাইনে রিপোর্ট প্রদান, নজরুল স্মৃতিকক্ষ ১১৭ সংরক্ষণ, লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট, টেস্টটিউব বেবির জন্ম নেওয়া, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ, নিয়মিত সেন্ট্রাল সেমিনারের আয়োজন, নতুন ভবনে ডেন্টাল অনুষদ স্থানান্তর, সুপার স্পেশালাইজড হাসপাতাল চালু এরকম অসংখ্য উন্নয়ন হয়েছে। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নয়, স্বাস্থ্যখাত, কৃষি, যোগাযোগ, তথ্য প্রযুক্তিসহ সকল খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

উন্নয়ন প্রসঙ্গে বিএসএমএমইউ উপাচার্য আরও বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশে পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, উড়াল সেতু, বঙ্গবন্ধু টানেল, হাতিরঝিল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মত এরকম এত উন্নয়ন হয়েছে যা বলে শেষ করা যাবে না। বাংলাদেশের মানুষ যা কল্পনা করতে পারেনি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তা বাস্তবায়ন হচ্ছে।

অনুষ্ঠানে উদ্বোধন হওয়া চারটি গানের মধ্যে দুটি গান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের লেখা ও বাকি দুটি গান ডা. অমল ঘোষের লেখা।

অনুষ্ঠানে ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহ আলম, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, পরিচালক (হাসপাতাল)  ব্রি. জে. ডা. রেজাউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্সরা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!