Amar Sangbad
ঢাকা শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪,

১২ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৫:১৮ পিএম


১২ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক

পল্টন, রমনা, ওয়ারী এবং মতিঝিলসহ বিভিন্ন থানায় করা ১২ টি মামলার আগাম জামিন পেলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজি এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধেও রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারি এবং যাত্রাবাড়ি সহ বিভিন্ন থানায় নাশকতার মামলা দায়ের হয়।

এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত ছয় সপ্তাহের আগাম জামিন মুঞ্জুর করেন।

বিআরইউ

Link copied!