নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৫, ০৪:০২ পিএম
টাঙ্গাইলের নাগরপুর-আরিচা মহাসড়কের সম্প্রসারণ কাজ চলমান থাকলেও বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি এখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যানবাহনের চালকদের।
ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে, যা বড় দুর্ঘটনার শঙ্কা বাড়িয়ে দিচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের অন্তত ১৫টির বেশি বৈদ্যুতিক খুঁটি রাস্তার একেবারে মাঝখানে অবস্থান করছে। সম্প্রসারণ কাজ চললেও খুঁটিগুলো এখনো সরানো হয়নি, যা যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।
স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, “খুঁটিগুলো রাস্তার মাঝে এমনভাবে দাঁড়িয়ে আছে যে, রাস্তায় যারা নিয়মিত চলাচল করেন, তারা প্রতিনিয়ত ঝুঁকির মুখে রয়েছেন। বড় দুর্ঘটনার আগেই যেন এসব খুঁটি সরিয়ে নেওয়া হয়।”
পিকআপ চালক মো. হাবিব বলেন, “রাতে খুঁটিগুলো ভালোভাবে দেখা যায় না। হঠাৎ সামনে এলে সময়মতো ব্রেক করাও কষ্টকর হয়ে পড়ে। এটি খুবই ভয়ংকর অবস্থা।”
স্থানীয়দের অভিযোগ, সড়ক সম্প্রসারণ প্রকল্পে বিদ্যুৎ বিভাগের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় না থাকার কারণে এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।
এ বিষয়ে নাগরপুর পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান বলেন, “রাস্তার মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো সরানোর জন্য রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ চলছে। ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে এবং কিছু স্থানে কাজ শুরু হয়েছে। তবে কিছু জায়গায় দোকানপাট ও বসতবাড়ির কারণে প্রতিবন্ধকতার মুখে পড়ছি। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক স্থানে পিটিশনের মাধ্যমে খুঁটি স্থানান্তর করা হয়েছে এবং বাকি জায়গাগুলোতেও দ্রুত কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
স্থানীয়রা দ্রুত এসব বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ইএইচ