Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৩ জ্যৈষ্ঠ ১৪২৯

বায়তুল মুকাররমে ঈদের জামাতের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩০, ২০২২, ০২:১১ পিএম


বায়তুল মুকাররমে ঈদের জামাতের সময়সূচি

প্রতি বছরের মতো বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এবারও পর্যায়ক্রমে ৫টি পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। 

শনিবার (৩০ এপ্রিল) সকালে ইসলামিক ফাউন্ডেশন থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম মসজিদের মুয়াজ্জিন মো. ইসহাক।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মুকাররমের পেশ ইমাম মুহিবুল্লাহিল বাকী নদভী, মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের সাবেক মুয়াজ্জিন মো. আতাউর রহমান।

এছাড়া তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টা এবং সকাল পৌনে ১১টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে। 

তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির আবু সালেহ পাটোয়ারী, মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের খাদেম মো. নাছির উল্লাহ; চতুর্থ জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররমের পেশ ইমাম এহসানুল হক, মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের খাদেম মো. শহিদ উল্লাহ।

শেষ জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররমের পেশ ইমাম মুহিউদ্দিন কাসেম, মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররমের খাদেম মো. রুহুল আমিন। কোনো জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ।

আমারসংবাদ/এআই