Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০১ ডিসেম্বর, ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০

চট্টগ্রামে জশনে জুলুসের বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৯, ২০২২, ১১:৫৩ এএম


চট্টগ্রামে জশনে জুলুসের বর্ণাঢ্য শোভাযাত্রা

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে।

রোববার সকালে ষোলশহরস্থ আলমগির খানকা থেকে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এই জুলুস বের হয়। এতে নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ।

উপস্থিত ছিলেন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ ও আল্লামা কাসেম শাহ।

বৃহৎ এই জশনে জুলুসকে গিনেস বুকে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করা হয়েছে এবং গিনেস বুকের পক্ষ থেকে পর্যবেক্ষক টিম জুলুস পর্যবেক্ষণ করছেন বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়।
জুলুসটি আলমগির খানকা থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ষোলশহরস্থ জামেয়া ময়দানে এসে শেষ হয়।
বাদ জোহর মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করবেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ। এবারের জশনে জুলুসে পঞ্চাশ লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আয়োজক কমিটি জানান।

ইএফ

Link copied!