ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
Amar Sangbad

কোরবানির আগে জেনে নিন পশু জবাইয়ের সঠিক দোয়া ও পদ্ধতি

আমার সংবাদ ধর্ম ডেস্ক

জুন ৬, ২০২৫, ১১:১২ এএম

কোরবানির আগে জেনে নিন পশু জবাইয়ের সঠিক দোয়া ও পদ্ধতি

পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ ঈদে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানি করা হয়। ইসলামী বিধান অনুযায়ী কোরবানির পশু জবাই করার আগে ও সময় নির্দিষ্ট দোয়া পাঠ করাসহ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম-কানুন ও আদব রয়েছে, যেগুলো মেনে চললে কোরবানি হবে আরও পূর্ণাঙ্গ ও সওয়াবের কাজ।

কোরবানির সময় পড়ার দোয়া

কোরবানির পশু জবাই করার সময় নিচের দোয়াটি পাঠ করা উত্তম:

    بِسْمِ اللهِ، اَللّٰهُ أَكْبَرُ، اَللّٰهُمَّ هٰذَا مِنْكَ وَ لَكَ

উচ্চারণ: “বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাজা মিনকা ওয়ালাকা।”

অর্থ: “আল্লাহর নামে, আল্লাহ মহান। হে আল্লাহ! এ কোরবানি তোমারই পক্ষ থেকে এবং তোমারই জন্য।”

কোরবানির আগের প্রস্তুতি

১. নিয়ত (উদ্দেশ্য) শুদ্ধ করা – কোরবানির উদ্দেশ্য যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভ হয়।

২. ধারালো ছুরি প্রস্তুত রাখা – যাতে পশুর কোনো কষ্ট না হয়।

৩. পশুর প্রতি সদয় আচরণ করা – পশুকে জবাইস্থলে টেনে-হিঁচড়ে নয়, শান্তভাবে নেওয়া।

৪. জমিনে জবাই করা – পশুকে তার বাম পাশে শুইয়ে কেবলামুখী করে জবাই করা।

জবাইয়ের সময়ের নিয়ম

কোরবানি করতে হবে ঈদের নামাজের পর থেকে শুরু করে ১২ জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত (মোট তিন দিন)।

জবাইয়ের সময় পশুর গলা, খাদ্যনালী, শ্বাসনালী এবং দু’টি রগ কাটতে হবে।

কোরবানির পশু জবাই করার পর যতক্ষণ পর্যন্ত না নিশ্চিত হওয়া যায় যে প্রাণ বের হয়ে গেছে, ততক্ষণ চামড়া কাটা যাবে না।

নারী বা শিশু দ্বারা কোরবানি করা যাবে কি না?

ইসলামি শরিয়তে পুরুষ বা মহিলা—যে কেউই কোরবানি করতে পারে, তবে শরয়ি নিয়ম জানা ব্যক্তি দ্বারা কোরবানি করানো উত্তম।

ছোট শিশুরা শরয়িভাবে পশু জবাই করতে পারবে না।

কোরবানির পর করণীয়

১. পশু জবাই শেষে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করা।

২. মাংস তিন ভাগে ভাগ করা – নিজের জন্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর জন্য এবং গরিব-মিসকিনদের জন্য।

৩. চামড়া সদকা হিসেবে প্রদান করাও উত্তম কাজ।

বিশেষ পরামর্শ

যিনি কোরবানি করবেন, তার জন্য ঈদের আগে ১০ জিলহজ পর্যন্ত নখ, চুল না কাটা সুন্নত।

জবাইয়ের স্থান পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ দূষণ না করার বিষয়ে সচেতন থাকা গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, কোরবানি শুধুই একটি পশু জবাই নয়, এটি তাকওয়া ও আত্মত্যাগের প্রতীক। ইসলামের নির্দেশনা মেনে সঠিকভাবে কোরবানি করলে এটি আল্লাহর কাছে কবুল হয় এবং এর মাধ্যমে অর্জিত হয় অশেষ সওয়াব।

ইএইচ

Link copied!