Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

করোনা আক্রান্ত সাকিব

সাহিদুল ইসলাম ভূঁইয়া

মে ১০, ২০২২, ০৯:০৮ পিএম


করোনা আক্রান্ত সাকিব

করোনায় আক্রান্ত হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (১০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। 

বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন সাকিব। ফলে অনুশীলন শুরুর আগেই তিনি ছিটকে গেলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে। 

চট্টগ্রামে সোমবার (৯ মে) থেকে দলের অনুশীলন শুরু হলেও বাড়তি ছুটি নিয়ে সাকিব যুক্তরাষ্ট্রে ছিলেন পরিবারের সঙ্গে। দেশে ফেরার পর কভিড পরীক্ষায় তিনি পজিটিভ হন।

বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরি বলেন, আজকে (মঙ্গলবার) সকালে সাকিব আল হাসান দেশে ফিরেছেন। এ সিরিজের কোভিড প্রকোটল অনুযায়ী, দলে যোগ দেওয়ার আগে কভিড পরীক্ষা করান তিনি। সকালে তার কভিড টেস্ট করানো হয়, রাতে আমরা রিপোর্ট পাই। কভিড টেস্টে তার পজিটিভ এসেছে। আপাতত তিনি নিজের বাসায় আইসোলেশনে আছেন।

বিসিবি পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন, দুটি পরীক্ষাতেই পজিটিভ হন সাকিব।

কোভিড প্রটোকল অনুযায়ী এখন অন্তত ৫ দিন আইসোলেশনে থাকতে হবে সাকিবকে। এরপর আবার কভিড পরীক্ষার পর বোঝা যাবে, পরের টেস্টে তাকে পাবে কি না বাংলাদেশ।

প্রথম টেস্ট সামনে রেখে বাংলাদেশ দলের সব খেলোয়াড়দের কোভিড টেস্ট করানো হয়। সেখানে ছুটি থেকে ফেরা সাকিবের পজিটিভ রিপোর্ট আসে। 

বুধবার আবার টেস্ট করানো করানো হবে এ অলরাউন্ডারের।

আমারসংবাদ/জেআই

Link copied!