Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

মেসির সঙ্গে লাগতে এসো না: হিবা

সাহিদুল ইসলাম ভূঁইয়া

নভেম্বর ২৭, ২০২২, ০৯:১৭ পিএম


মেসির সঙ্গে লাগতে এসো না: হিবা

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের বিপক্ষে হেরে ব্যাকফুটে চলে যায় আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর সৌদি আরবের এক সমর্থক বলেন, কোথায় মেসি? তার দলকে হারিয়েছি।

শনিবার (২৬ নভেম্বর) রাতে মেক্সিকোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। এদিন মেক্সিকোকে হারানোর পর সৌদি আরবের ওই সমর্থককে উদ্দেশ করে আর্জেন্টাইন সমর্থক হিবা ফাউর উত্তর দেন।

তিনি বলেন, মেসি এখনো এখানে আছে, সে কখনো হাল ছাড়বে না। সে পুরো বিশ্বকে দেখাবে, বিশ্বকাপ আমাদের হাতে, আর্জেন্টিনার হাতে। মেসির সঙ্গে লাগতে এসো না। এটা মেসি।

শনিবার রাতে মেক্সিকোর পারফরম্যান্স নিয়ে হতাশ দলটির সমর্থক এরিক। তিনি বলেন, আমি ঠিক আছি, কারণ আমি জানতাম মেক্সিকো বাজে খেলবে। মেক্সিকো একটিও ভালো খেলা উপহার দিতে পারেনি। গোলের উদ্দেশে একটিও শট নিতে পারেনি। এটা অবিশ্বাস্য। তারা কোনো সুযোগই তৈরি করতে পারেনি। তারা শুধু রক্ষণ সামলেছে। এর মাঝে মেসি যখন গোল করেছে, তখন কিছুই করার ছিল না।

এবি

Link copied!