Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

সুপার কাপের সেমিতে মুখোমুখি রিয়াল-বার্সা

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৩, ২০২৩, ০৫:৩০ পিএম


সুপার কাপের সেমিতে মুখোমুখি রিয়াল-বার্সা

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আগের দিন ভ্যালেন্সিয়াকে ট্রাইব্রেকারে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে বার্সেলোনাকেও জিততে হলো ট্রাইব্রেকারে। নির্ধারিত সময় শেষে ২-২ গোলের সমতা ছিল। ট্রাইব্রেকারে রিয়াল বেটিসকে ৪-২ গোলে হারায় বার্সেলোনা। সেমিফাইনালে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরেক ক্ল্যাসিক লড়াইয়ের।

কারণ, সেমিতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট রিয়াল এবং বার্সা। লা লিগা ছাড়াও একটি বোনাস এল ক্ল্যাসিকো দেখতে পাবে এবার দুই দলের সমর্থকরা। ম্যাচের ৪০ মিনিটে রবার্ট লেভানডোভস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর ৭৭ মিনিটে এক গোল করে রিয়াল বেটিসকে সমতায় ফেরান নাবিল ফেকির। ১-১ গোলে সমতায় থাকার ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যার শুরুতেই গোল করে বার্সাকে এগিয়ে দেন আনসু ফাতি। তিনি গোল করেন ৯৩ মিনিটে।

কিন্তু এবারও লিড ধরে রাখতে পারেনি বার্সা। ১০১ মিনিটে রিয়াল বেটিসকে আবারও সমতায় ফেরান লোরেনজো মোরেনো। ২-২ গোলে সমতা থাকার কারণে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে শুরুতেই বার্সার জালে বল জড়ান রিয়াল বেটিসের উইলিয়ান হোসে। বার্সার হয়ে প্রথম শট নিয়ে গোল করেন লেভানডোভস্কি। রিয়াল বেটিসের হয়ে দ্বিতীয় শট নিতে এসে গোল করেন লোরেনজো মোরেনো।

বার্সার হয়ে দ্বিতীয় শট নেন ফ্রাঙ্ক কেসি। এটাও জড়িয়ে যায় জালে। রিয়াল বেটিসের হয়ে তৃতীয় শট নেন জুয়ানমি। কিন্তু তার শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক। বার্সার হয়ে তৃতীয় শট নেন আনসু ফাতি। তার বলটি জালে জড়ায়। রিয়াল বেটিসের হয়ে চতুর্থ শট নেন উইলিয়ান কার্ভালহো। তার শটটিও ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক অ্যান্ডার টের স্টেগান। বার্সার হয়ে চতুর্থ শটটি নেন পেদ্রি। এই বলটি জালে জড়িয়ে যেতেই ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

টিএইচ

Link copied!