Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

ইমার্জিং এশিয়া কাপ ফাইনাল

ভারতকে হারিয়ে শিরোপা জিতলো পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জুলাই ২৩, ২০২৩, ০৯:৫৯ পিএম


ভারতকে হারিয়ে শিরোপা জিতলো পাকিস্তান
ছবি-সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপে রান পাহাড় গড়েছিল পাকিস্তান ‘এ’ দল, তাতে চড়তে গিয়ে হোঁচট খেয়েছে ভারত ‘এ’ দল। রবিবার ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ১২৮ রানের বিশাল জয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান। এনিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতলো তারা।

তৈয়ব তাহিরের ৬৬ বলের সেঞ্চুরির সঙ্গে দুই ওপেনার সাইম আইয়ুব ও শাহিবজাদা ফারহানের হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করে পাকিস্তান। ৩৫৩ রান তাড়া করার চাপ নিতে পারেননি ভারতের ব্যাটাররা।

শুরুটা মন্দ হয়নি ভারতের। নবম ওভারেই ষাট ছাড়িয়ে যায় ওপেনিং জুটি, তারপরই ভেঙে যায়।

অভিষেক শর্মার সঙ্গে ৬৪ রান স্কোরবোর্ডে তুলে সাই সুদর্শন (২৯) থামেন। নিকিন জোস (১১) ওই ধাক্কা সামলাতে পারেননি। ৮০ রানে ২ উইকেট হারানো ভারত প্রতিরোধ গড়ে ওপেনার অভিষেক ও অধিনায়ক যশ ধুলের ব্যাটে। দুজন মিলে ৫২ রানের বেশি করতে পারেননি।

অভিষেক ৫১ বলে ৬১ রানে থামেন। ভারতের ব্যাটিংয়ের বিপর্যয় তার বিদায়ের পর শুরু। ৩ উইকেটে ১৫৭ রান করা দলটি দুইশতে পৌঁছানোর আগেই তাদের ৮ ব্যাটার প্যাভিলিয়নে। ধুল বিদায় নেন ৩৯ রান করে।

পাকিস্তানের জয় তখন ছিল সময়ের ব্যাপার। ৪০তম ওভারের শেষ বলে মোহাম্মদ ওয়াসিম ভারতকে গুটিয়ে দেন ২২৪ রানে।

আরএস

Link copied!