Amar Sangbad
ঢাকা শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪,

কানাডার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুন ৭, ২০২৪, ০৯:২১ পিএম


কানাডার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে আয়ারল্যান্ড

টি-২০ বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড ও কানাডা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড।
শুক্রবার নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
টি-২০ বিশ্বকাপ অভিযানের শুরুটা প্রত্যাশিত হয়নি কানাডার। যদিও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করে ১৯৪ রান করে সাদ বিন জাফরের দল। প্রথম ম্যাচেই চমক দেখান নাভনিত ঢালিওয়াল। ৬১ রানের মনে রাখার মতো এক ইনিংস উপহার দেন সমর্থকদের। নিকোলাস কারটেন, শ্রেয়াস মুভারাও ব্যাট হাতে সফলতার পরিচয় দেন।
কানাডা একাদশ: অ্যারন জনসন, নভনীত ধালিওয়াল, পরগাত সিং, নিকোলাস কীর্তন, শ্রেয়াস মোব্বা, দিলপ্রীত বাজওয়া, সাদ বিন জাফর (অধিনায়ক), দিলন হেইলিগার, কালিমা সানা, জুনাইদ সিদ্দিকী ও জেরেমি গর্ডন।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি, লর্কান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাককার্থি, জশ লিটল ও ক্রেইগ ইয়াং।

ইএইচ

Link copied!