Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

হারের শঙ্কা কাটিয়ে লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৪, ০৫:০৯ পিএম


হারের শঙ্কা কাটিয়ে লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ

ঘূর্ণিঝড় দানার প্রভাবে সারাদেশেই বৃষ্টির ঘনঘটা। সকাল থেকে মিরপুরের আকাশেরও মন ভার। বৃষ্টি মাথায় নিয়েই বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়ে গেলেন মেহেদী হাসান মিরাজ-জাকের আলী অনিক। সপ্তম উইকেটে দুজনের ১৩৮ রানের রেকর্ড জুটিতে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে শত রানের লিডের পথে এগোচ্ছে বাংলাদেশ।

যদিও মধ্যাহ্ন বিরতির পর বৃষ্টি বাধায় দ্বিতীয় সেশনের অনেকটা সময় খেলা বন্ধ থাকার পর তৃতীয় তথা শেষ সেশনে ৫ ওভারের বেশি বল মাঠে গড়ায়নি। আলোক স্বল্পতার কারণে দিনের খেলা সমাপ্তির ঘোষণা দেওয়া হয়েছে।

দিনের খেলা বন্ধ হওয়ার আগে ৮৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৮৩ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ৮১ রানের। মেহেদী হাসান মিরাজ ১৭১ বলে ৮৭ ও নাইম হাসান ২৮ বলে ১৬ রানে অপরাজিত আছেন। দুজনের জুটি থেকে এসেছে ৩৩ রান। 

আগামীকাল (বৃহস্পতিবার) চতুর্থ দিনে ১৫ মিনিট এগিয়ে ৯ টা ৪৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা রয়েছে। যদিও কালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আরএস

Link copied!