ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫
Amar Sangbad

বিপিএল নিয়ে সন্দেহ, অতিরঞ্জিত বলছে বিসিবি-এসিইউ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৫, ০৭:০৩ পিএম

বিপিএল নিয়ে সন্দেহ, অতিরঞ্জিত বলছে  বিসিবি-এসিইউ

বিপিএল নিয়ে এরই মধ্যে নানান সন্দেহ তৈরি হয়েছে। বড় বড় ওয়াইড, ১ বলে ১৫ রান, ১২ বলের ওভার, ব্যাটারদের হুট করে ধীর গতির ব্যাটিংকে অনেকে আঁতশিকাচ দিয়ে দেখছেন। তবে বিসিবি ও এসিইউ (এন্টি করাপশন ইউনিট) এটাকে বলছে অতিরঞ্জিত। তবে কিছু কিছু ক্ষেত্রে তদন্তের অনুমতি চাওয়া হয়েছে বলে জানা গেছে।

উসমান খান এবারের বিপিএলে সেঞ্চুরি পেয়েছেন। অথচ হুট করে তাকে ১৫ জনের দলের বাইরে রাখা হয়। এ নিয়ে সন্দেহ তৈরি হয়। যদিও চট্টগ্রাম কিংসের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, উসমান খান রানে না থাকায় বিশ্রাম দেওয়া হয়েছে। বিনুরা ফার্নান্দো হুট করে একাদশের বাইরে যাওয়া নিয়ে জানানো হয়েছে, তার পরিবারে বিয়োগান্তক ঘটনা ঘটায় তাকে একাদশে রাখা হয়নি।

ক্রিকেটারদের সম্মানীর চেক বাউন্স করায় দুর্বার রাজশাহীর মালিক ভ্যালেন্টাইন গ্রুপের এমডি শফিকুর রহমানকে নজরদারিতে রাখার গুঞ্জন ওঠে। বিষয়টি সত্য নয় বলে জানা গেছে। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে রাজশাহীর অন্যতম এ মালিক জানান, তিনি বিপিএলে নতুন হওয়ায় অনেক নিয়মকানুন জানেন না। বল না থাকা, হোটেল ভাড়া, খাবার বিল সম্পর্কেও মিথ্যা তথ্য দিয়ে ইস্যু বানানো হয়েছে এমন দাবি তার।

বিপিএল নিয়ে সন্দেহের প্রশ্নে বিসিবি এসিইউ জানিয়েছে, কিছু ক্রিকেটারের বিষয়ে তারা তদন্তের অনুমতি চেয়েছেন। কিন্তু ৪০ ক্রিকেটারকে নজরদারিতে রাখার বিষয়টি অতিরঞ্জিত। জানা গেছে, সন্দেহের জালে কেউ কেউ আছেন। বিসিবির দুর্নীতি দমন বিভাগ ক’জন বোলারকে স্পট করেছেন। সন্দেহজনক ওভারগুলো পর্যালোচনা করে বিসিবিকে নোট দিয়েছেন তারা।

এসিইউপ্রধান মেজর (অব.) রায়ান আজাদ বলেন, ‘যা কিছু দেখছেন অতিরঞ্জিত। সন্দেহ থেকে যে যার মতো ব্যাখ্যা করছে। আমরা বা আপনাদের সন্দেহ হলেও প্রমাণ ছাড়া কোনো কিছু বলা যাবে না। কেউ সাহায্য চাইলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করি। একে ধরছি, ওকে ধরছি, বিষয়টি ঠিক না।’

আরএস

Link copied!