ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫
Amar Sangbad

প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মার্চ ৫, ২০২৫, ১১:৪২ পিএম

প্রোটিয়াদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে রানের স্রোত বইয়ে দেয় নিউজিল্যান্ড। কিন্তু দক্ষিণ আফ্রিকা সে ধারায় গা ভাসাতে ব্যর্থ হয়। ব্ল্যাক ক্যাপসদের দাপুটে পারফরম্যান্সে ৫০ রানের পরাজয়ে সেমিফাইনাল থেকে ছিটকে গেছে প্রোটিয়ারা। আর এ জয়ে নিউজিল্যান্ড পা রেখেছে ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত।

আগামী ৯ মার্চ দুবাইয়ে অনুষ্ঠিতব্য ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের হাইভোল্টেজ লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

নিউজিল্যান্ডের রেকর্ড গড়া ব্যাটিং

বুধবার লাহোরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তাদের শুরুটা ছিল দুর্দান্ত। দলের দুই নির্ভরযোগ্য ব্যাটার রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন অসাধারণ এক পার্টনারশিপ গড়ে দলকে শক্ত ভিত্তি এনে দেন।

রবীন্দ্র ১০১ বলে ১০৮ রানের ইনিংসে ১৩টি চার ও ১টি ছয়ের ঝড় তোলেন। এই টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি এবং ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চম শতক। চমকপ্রদ বিষয় হলো, রবীন্দ্র তাঁর সব ওয়ানডে সেঞ্চুরিই করেছেন আইসিসির টুর্নামেন্টে! মাত্র ১৩ ইনিংসে ৫টি সেঞ্চুরি করে তিনি শিখর ধাওয়ানের দ্রুততম পাঁচ সেঞ্চুরির রেকর্ড (১৫ ইনিংস) ভেঙেছেন।

অন্যদিকে, উইলিয়ামসনও দেখিয়েছেন তাঁর অভিজ্ঞতার ছাপ। ৯৪ বলে ১০২ রান করে তুলে নেন আরও একটি গুরুত্বপূর্ণ শতক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি তাঁর টানা তৃতীয় শতক। তাঁদের ১৬৪ রানের জুটিই ছিল নিউজিল্যান্ডের বড় সংগ্রহের ভিত।

দুই সেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে তোলে ৩৬২ রান, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। শেষ দিকে ড্যারিল মিচেল (৩৭ বলে ৪৯) ও গ্লেন ফিলিপস (২৭ বলে অপরাজিত ৪৯) ঝড়ো ব্যাটিং করে দলকে বিশাল পুঁজি এনে দেন।

প্রোটিয়াদের ব্যর্থতা ও মিলারের প্রতিরোধ

রেকর্ড রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা নড়বড়ে ছিল। ওপেনাররা ব্যর্থ হলে রসি ফন ডুসেন (৬৯) ও টেম্বা বাভুমা (৫৬) হাল ধরার চেষ্টা করেন। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

শেষ দিকে ডেভিড মিলার একাই লড়াই চালিয়ে যান। ৬৭ বলে সেঞ্চুরি করে ম্যাচের উত্তেজনা ধরে রাখার চেষ্টা করেন। তবে অন্যদের কাছ থেকে পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় পরাজয় এড়ানো সম্ভব হয়নি।

নিউজিল্যান্ডের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে চাপে রাখে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১২ রান তোলে প্রোটিয়ারা, তবে হেরে যায় ৫০ রানে।
ফাইনালে ভারত-নিউজিল্যান্ড মহারণ

নিউজিল্যান্ডের এই জয়ে আবারও প্রমাণ হলো, আইসিসির বড় মঞ্চে তারা অন্যতম সেরা দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত, যারা ইতোমধ্যে দুর্দান্ত ফর্মে রয়েছে।

৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ক্রিকেট বিশ্বের দুই পরাশক্তি—নিউজিল্যান্ড ও ভারত। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক মহারণ!

ইএইচ

Link copied!