Amar Sangbad
ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪,

৩৬৮ কোটি টাকার সার কিনবে সরকার

মো. মাসুম বিল্লাহ

মার্চ ২৪, ২০২৩, ১২:০১ পিএম


৩৬৮ কোটি টাকার সার কিনবে সরকার
  • ডিএপি ও ইউরিয়া সার কেনার অনুমোদন দিলো সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

৩৬৭ কোটি ৫৬ লাখ ২২ হাজার টাকার সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি এবং ৩০ হাজর টন ইউরিয়া সার কেনা হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মাধ্যমে ডিএপি ও ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। 

সাঈদ মাহবুব খান বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এসএ থেকে প্রথম লটে ৪০ হাজার টন ডিএপি সার ২৬২ কোটি ১২ লাখ ৯২ হাজার টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এ ছাড়াও শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১৪তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১০৫ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

এদিকে অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভায় এদিন অনুমোদিত সাতটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ এক হাজার ২৯৬ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭৬০ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি (সরকারি তহবিল) থেকে ব্যয় হবে ৭১১ কোটি ২০ লাখ ৩৮ হাজার ২৫৮ টাকা এবং দেশীয় ব্যাংক, এডিবি ও বিশ্বব্যাংক ঋণ ৫৮৫ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৫০২ টাকা।এদিকে অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভায় এদিন অনুমোদিত সাতটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ এক হাজার ২৯৬ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭৬০ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি (সরকারি তহবিল) থেকে ব্যয় হবে ৭১১ কোটি ২০ লাখ ৩৮ হাজার ২৫৮ টাকা এবং দেশীয় ব্যাংক, এডিবি ও বিশ্বব্যাংক ঋণ ৫৮৫ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৫০২ টাকা।

Link copied!