আমার সংবাদ ডেস্ক
মে ১১, ২০২৫, ০১:০২ পিএম
আমার সংবাদ ডেস্ক
মে ১১, ২০২৫, ০১:০২ পিএম
চলতি বছরের এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত এবং ১১২৪ জন আহত হয়েছেন। এরমধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৯ জন।
রোববার (১১ মে) রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া ৭টি নৌ দুর্ঘটনায় ৮ জন এবং রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে সারাদেশে দুর্ঘটনায় ৬২০ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১৫৪ জন ঢাকা বিভাগে। সবচেয়ে কম ৩২ জন নিহত হয়েছেন রংপুর বিভাগে। জেলা হিসেবে চট্টগ্রামে ৪৬ জন নিহত হয়েছে। নীলফামারী জেলায় দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি হয়নি। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৯ জনের।
সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে দায়ী করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।
বিআরইউ