Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

মঙ্গলবার যে সকল এলাকায় চিরুনি অভিযান 

মো. মাসুম বিল্লাহ

মে ৯, ২০২২, ০৭:৩৩ পিএম


মঙ্গলবার যে সকল এলাকায় চিরুনি অভিযান 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঝুঁকিপূর্ণ সাতটি ওয়ার্ডে ‘বিশেষ চিরুনি অভিযান’ শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। রোববার (৮ মে) বিকেলে নগর ভবনের বুড়িগঙ্গা হলে নিয়মিত পাক্ষিক পর্যালোচনা সভায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস করপোরেশনের স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা দেন।

সোমবার  (৯ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ‘বিশেষ চিরুনি অভিযান সারাদিনব্যাপী চলবে। এ অভিযানে সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা,স্থানীয় কাউন্সিলর, ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাবেন।

সিটি করপোরশন সূত্র জানিয়েছে ১৩, ১৫, ২১,২৩,৩৮,৪০,৪৫ নং ওয়ার্ডে এই অভিযান চালানো হবে। 

বিশেষ চিরুনি অভিযানে হচ্ছে যে ওয়ার্ড এবং যারা থাকছেন:--

ওয়ার্ড নং - ১৩
স্থান:
(ক) লার্ভিসাইডিং - কাউন্সিলর কার্যালয়, পল্টন। 
(খ) এডাল্টিসাইডিং - পল্টন মডেল থানা ।  
সময়: 
লার্ভিসাইডিং- সকাল ৯টায়। 
এডাল্টিসাইডিং - বিকাল ৪টা ৩০ মিনিটে। 

উপস্থিত থাকবেন: 
(ক) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-২, জনাব সোয়ে মেন জো। 
(খ) স্থানীয় কাউন্সিলর জনাব এনামুল হক। 
যোগাযোগ:০১৭৯৫৫১৯৬২৯ (সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাদাত)  

ওয়ার্ড নং - ১৫
স্থান: ডিঙ্গি রেস্তোরাঁ 
সময়: সকাল ৯.৩০টা
উপস্থিত থাকবেন: 
 (ক) স্থানীয় কাউন্সিলর জনাব রফিকুল ইসলাম বাবলা
যোগাযোগ: ০১৭১৫৪৭৪৮৭৬ (কাউন্সিলর মহোদয়)
 
ওয়ার্ড নং - ২১
স্থান: 
(ক) লার্ভিসাইডিং - সেন্ট্রাল লাইব্রেরী, ঢাবি। 
(খ) এডাল্টিসাইডিং - বঙ্গবন্ধু হল, ঢাবি । 
সময়: 
(ক) লার্ভিসাইডিং -সকাল ৯টা ৩০ মিনিটে
(খ) এডাল্টিসাইডিং - বিকাল ৪টায়। 

উপস্থিত থাকবেন: 
(ক) প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফরিদ আহাম্মদ। 
(খ) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলে শামসুল কবির।
(গ) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-১, জনাব মেরিনা নাজনীন।
(ঘ) স্থানীয় কাউন্সিলর জনাব আসাদুজ্জামান আসাদ।
যোগাযোগ: ০১৭১২২৫৭৬৬৫(কাউন্সিলর মহোদয়)।

ওয়ার্ড নং - ২৩
স্থান: 
(ক) লার্ভিসাইডিং - নবাবগঞ্জ পার্ক। 
(খ) এডাল্টিসাইডিং - নিউ পল্টন। 
সময়: 
(ক) লার্ভিসাইডিং -সকাল ৯টায় । 
(খ) এডাল্টিসাইডিং - বিকাল ৩টা ৩০ মিনিটে।  
উপস্থিত থাকবেন: 
(ক) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৩, জনাব বাবর আলী মীর
যোগাযোগ: ০১৭৩১২২০৯২৩ (আনিক মহোদয়)

ওয়ার্ড নং - ৩৮
স্থান:
(ক) লার্ভিসাইডিং - কাউন্সিলর কার্যালয় (মুরগি পট্টি)
(খ) এডাল্টিসাইডিং - কাউন্সিলর কার্যালয় (মুরগি পট্টি)
সময়: 
লার্ভিসাইডিং- সকাল ৯.০০টা
এডাল্টিসাইডিং - বিকাল ৩.৩০টা
উপস্থিত থাকবেন: 
(ক) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৪, জনাব হায়দর আলী
(খ) স্থানীয় কাউন্সিলর জনাব আহমেদ ইমতিয়াজ মন্নাফী 
যোগাযোগ: ০১৭২৮১১৩০০৫ (কাউন্সিলর মহোদয়)  

ওয়ার্ড নং - ৪০
স্থান:
(ক) লার্ভিসাইডিং - দয়াগঞ্জ মোড় (কাউন্সিলর কার্যালয়)
(খ) এডাল্টিসাইডিং - দয়াগঞ্জ মোড় (কাউন্সিলর কার্যালয়)
সময়: 
লার্ভিসাইডিং- সকাল ৯টা ৩০ মিনিটে। 
এডাল্টিসাইডিং - বিকাল ৩টা ৩০ মিনিটে।
উপস্থিত থাকবেন: 
(ক) স্থানীয় কাউন্সিলর জনাব আবুল কালাম আজাদ । 
যোগাযোগ:০১৬২৯৫৭২৯৯৪ (সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শিহাব)  ।  

ওয়ার্ড নং - ৪৫
স্থান:
(ক) লার্ভিসাইডিং - সাঈদ খোকন কমিউনিটি সেন্টার সংলগ্ন কদম রসুল মসজিদ ।    
(খ) এডাল্টিসাইডিং - সাঈদ খোকন কমিউনিটি সেন্টার সংলগ্ন কদম রসুল মসজিদ ।  
সময়: 
লার্ভিসাইডিং- সকাল ৯টা৩০ মিনিটে। 
এডাল্টিসাইডিং - বিকাল ৩টা ৩০মিনিটে। 
উপস্থিত থাকবেন: 
(ক) স্থানীয় কাউন্সিলর জনাব মো. শামসুজ্জোহা 
যোগাযোগ: ০১৬২৯৫৭২৯৯৪ (সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব)

আমারসংবাদ/ইএফ

Link copied!