Amar Sangbad
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫,

উত্তরায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ

দক্ষিণখান ( উত্তরা) প্রতিনিধি :

দক্ষিণখান ( উত্তরা) প্রতিনিধি :

মার্চ ৬, ২০২৩, ০৩:৫৯ পিএম


উত্তরায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক শিক্ষা উপকরণ বিতরণ

রোববার (৬ই মার্চ)  সকাল ১০ টায়, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, অডিটোরিয়ামে মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রদত্ত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো. মোরশেদ আলম, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এস এম এম আক্তার হামিদ ভূঁইয়া, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, ঢাকা -১। বাগ্ময়ী দত্ত, অধ্যক্ষ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ। শম্পা ইয়াসমিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) থানা মাধ্যমিক শিক্ষা অফিস উত্তরা। আসলাম সেরনিয়াবাত,( সি আই পি) পরিচালক, এফবিসিসিআই, সাধারণ সম্পাদক, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি, উত্তরা অঞ্চল। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, লে: কর্নেল এম আব্দুল খালেক(অব:) সভাপতি, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি উত্তরা অঞ্চল।

দুর্নীতি  দমন কমিশন কর্তৃক শিক্ষা উপকরণ গ্রহণ করেন, রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন কলেজ, বি এফ শাহীন স্কুল এন্ড কলেজ কুর্মিটোলা, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস কলেজ, উত্তরা হাই স্কুল এন্ড কলেজ, নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, উত্তরা গার্লস হাই স্কুল, তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা, দিয়াবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার সামগ্রী উপকরণ গ্রহণ করেন।

উপকরণ বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরএস
 

Link copied!