বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
মে ১১, ২০২৫, ০৫:০২ পিএম
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
মে ১১, ২০২৫, ০৫:০২ পিএম
হবিগঞ্জের বাহুবলে কাঁচা বাঁশে বিদ্যুতের তার ছুঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুলমতি বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (১১ মে) সকাল ৮টার দিকে উপজেলার লামাতাশী ইউনিয়নের চানপুর গ্রামে।
স্থানীয়রা জানান, ফুলমতি বেগম চানপুর গ্রামের মৃত রহিম উল্লার স্ত্রী। সকালে তিনি বাড়িতে কাজ করার সময় একটি কাঁচা বাঁশ হাতে নেন। এ সময় বাঁশটি বিদ্যুতায়িত হয়ে পড়লে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজ। তিনি জানান, নিহত ফুলমতির একটি মেয়ে সন্তান রয়েছে। তিনি চানপুর গ্রামের ছোট মিয়ার সৎ মা ছিলেন।
বিআরইউ