Amar Sangbad
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫,

সচিব তোফাজ্জল হোসেন

কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মে ১১, ২০২৫, ০৫:৪৫ পিএম


কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন বলেছেন, অভয়াশ্রমের কার্যকর ব্যবস্থার মাধ্যমে কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বেসরকারি খাতের কার্যক্রম আরও বেগবান করতে কাজ চলছে।’

রোববার (১১ মে) দুপুরে রাঙামাটির কাপ্তাই মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) উপকেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

সচিব বলেন, ‘কাপ্তাই হ্রদে প্রজনন মৌসুমে তিন মাস মাছ আহরণ বন্ধ থাকে। এই সময়ে জেলেদের জন্য ভিজিএফ সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। হ্রদকে ঘিরে যে অর্থনৈতিক কার্যক্রম চলছে, তা যেন আরও গতিশীল হয়—সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।’

পরিদর্শনকালে বিএফডিসির চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান, রাঙামাটি মৎস্য উন্নয়ন করপোরেশনের ডিএম বদরুদ্দোজা, কাপ্তাই মৎস্য উপকেন্দ্রের ম্যানেজার মো. জসিম উদ্দিন, কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক নবী হোসেন উপস্থিত ছিলেন।

সচিব আরও বলেন, ‘আমরা চাচ্ছি মাছের প্রাকৃতিক প্রজনন ও সংরক্ষণ যেন সুষ্ঠুভাবে হয়। পাশাপাশি জেলেদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা আরও বাড়ানো হবে।’

বিআরইউ

Link copied!