Amar Sangbad
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫,

তীব্র গরমের পর রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মে ১১, ২০২৫, ০৫:২৭ পিএম


তীব্র গরমের পর রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি

দীর্ঘদিনের খরার পর অবশেষে স্বস্তি ফিরেছে রাঙামাটিতে। রোববার (১১ মে) দুপুরে শহরে নামে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। বজ্রসহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও শিলাবৃষ্টিও হয় কিছু এলাকায়।

হঠাৎ আসা বৃষ্টিতে তাপদগ্ধ জনজীবনে নেমে আসে স্বস্তি। বিশেষ করে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফুটেছে। কেউ কেউ কাজের ফাঁকে বৃষ্টিতে ভিজেছেন, আবার কেউ ছাদে উঠে উপভোগ করেছেন প্রাকৃতিক পরশ।

শহরের বনরূপা এলাকার বাসিন্দা নীলুফার ইয়াসমিন বলেন, ‘অনেকদিন পর একটু শান্তি পেলাম। তীব্র গরমে যেন দম বন্ধ হয়ে আসছিল। আজকের বৃষ্টি যেন প্রাণ ফিরিয়ে দিয়েছে।’

রাঙামাটি আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় আরও কিছু সময় বজ্রসহ বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে রাঙামাটিসহ পার্বত্য অঞ্চলজুড়ে প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। এই স্বল্পস্থায়ী বৃষ্টিপাত সাময়িক স্বস্তি দিলেও কৃষি ও প্রকৃতির জন্য এটি আশার বার্তা বলেই মনে করছেন স্থানীয়রা।

বিআরইউ

Link copied!