Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

লালমনিরহাটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

মে ১৩, ২০২৫, ০৩:৩৩ পিএম


লালমনিরহাটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সামাজিক উন্নয়নমূলক সংস্থা ‘রুরাল অর্গানাইজেশন ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট (রোজ)’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

“নিজের রক্তের গ্রুপ জানুন, অন্যকেও সচেতন করুন!”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পেইনটি স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের রক্তের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে রক্তের গ্রুপ নির্ধারণ করে দেওয়া হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য-পরামর্শ প্রদান করা হয়।

রোজ সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মানুষের জরুরি প্রয়োজনে রক্তদানে আগ্রহ সৃষ্টি এবং নিজ নিজ রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ক্যাম্পেইনে স্কুল শিক্ষার্থী, অভিভাবক, যুবসমাজসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোজ সংস্থার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা। তারা বলেন, “এই ধরনের উদ্যোগ স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ গঠনে সহায়ক ভূমিকা রাখে।”

উল্লেখ্য, রোজ সংস্থা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়নসহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আজকের এই রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ছিল সংস্থাটির মানবিক কার্যক্রমেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ।

ইএইচ

Link copied!