Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

ড. ইউনূসের চারপাশে ‘কুচক্রী বলয়’ গড়ে উঠেছে: জানালেন জুলকারনাইন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৫, ০৯:১৪ পিএম


ড. ইউনূসের চারপাশে ‘কুচক্রী বলয়’ গড়ে উঠেছে: জানালেন জুলকারনাইন

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের চারপাশে একটি 'কুচক্রীমহল' বলয় তৈরি করেছে বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। 

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে তিনি লিখেছেন, “প্রফেসর ইউনূস একজন ৮৪ বছর বয়সী সম্মানিত ও বিশ্বব্যাপী সমাদৃত ব্যক্তিত্ব। তার অর্জন মূলত তার নিজস্ব মেধা, শ্রম ও সততার ফল। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার চারপাশে চিহ্নিত ৩-৪ জন ব্যক্তি এক ধরনের 'বিষ বলয়' তৈরি করেছে।”

জুলকারনাইন অভিযোগ করেন, “নূরুল ইসলাম ভূঁইয়া ছোটনসহ কয়েকজন কুচক্রী নিয়মিতভাবে ড. ইউনূসকে সামরিক বাহিনীর নেতৃত্ব, বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন। তারা দেশের মূলধারার রাজনীতিকে বিতাড়িত করে সেনাবাহিনীতে বিভাজন সৃষ্টি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছেন।”

তিনি আরও লিখেছেন, “এই বলয়টি ‘হাসিনা কাল্ট’-এর মতো ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে। যেমনটা পূর্ববর্তী শাসন আমলে গুম, খুন, ও নির্যাতনের মাধ্যমে চালু ছিল। এখন প্রয়োজন এই বলয়ের বিষয়ে রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির মধ্যে সচেতনতা সৃষ্টি করা।”

জুলকারনাইন সায়ের আরও বলেন, “ড. ইউনূস যেন শান্তিপূর্ণভাবে ও সম্মানের সঙ্গে তার দায়িত্ব পালন করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করতে পারেন—এ জন্য পরিবেশ সৃষ্টি করা এখন সবচেয়ে জরুরি।”

পরবর্তীতে আরও একটি পোস্টে তিনি মন্তব্য করেন, “অন্তর্বর্তী সরকারকে খলিল, ছোটন, শুভ্র, রিজওয়ানা ও ফরহাদ মাজহার গংদের প্রভাবমুক্ত করতে না পারলে দেশের পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই ‘ডার্ক মাইন্ডেড’ ব্যক্তিদের সরিয়ে দিয়ে সৎ, দক্ষ ও অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে মন্ত্রিসভা গঠন করলে দেশ ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে পাবে।”

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা রাখার আহ্বান জানিয়ে জুলকারনাইন বলেন, “দেশের নিরাপত্তা বাহিনী ও তাদের নেতৃত্ব আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”

ইএইচ

Link copied!