নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২৫, ০১:০২ পিএম
বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন—২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে—দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পুলিশের অপরাধ তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অনুরোধে এ পদক্ষেপ নিয়েছে ইসি সচিবালয়।
ইসি উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি বুধবার দেশের সব জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়েছে।
এর আগে, গত ৩ জুলাই পিবিআই বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং কর্মকর্তাদের বিস্তারিত তথ্য চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব মো. আখতার হামিদ বলেন, “পিবিআইয়ের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
প্রসঙ্গত, ২২ জুন বিএনপির পক্ষ থেকে দায়ের করা এক মামলায় অভিযোগ করা হয়—দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন না করে, বরং ভয়-ভীতি প্রদর্শন ও কারচুপির মাধ্যমে ভোটারবিহীন নির্বাচন সম্পন্ন করেছে।
ইএইচ