আন্তর্জাতিক ডেস্ক
আগস্ট ৬, ২০২৫, ০১:৩৮ পিএম
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সংঘটিত সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯ দিনব্যাপী একটি ভয়াবহ সামরিক উত্তেজনার সাক্ষী হয়েছে বিশ্ব।
যদিও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে ওই সংক্ষিপ্ত সংঘর্ষ নিয়ে দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা এখনো বিরাজ করছে।
এই প্রেক্ষাপটে, ভারতকে নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
দ্য ইকোনমিস্ট-এ রোববার (৩ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ হুঁশিয়ার করে বলেন, “ভারত যদি ‘অপারেশন সিঁদুর’-এর মতো কোনো সামরিক অভিযান আবার চালায়, তাহলে পাকিস্তান এবার ‘ভারতের গভীরে, বিশেষ করে পূর্ব দিক থেকে’ পাল্টা আঘাত হানবে।”
তিনি আরও বলেন, পাকিস্তান ভারতের যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম—এটা ভারতকে বুঝতে হবে।
এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ২২ এপ্রিল পেহেলগামে লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর সন্ত্রাসীদের হাতে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে ২৫ জন ভারতীয় নিহত হন। তারই জবাবে গত ৭ মে ভারতীয় সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়।
ভারতের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে, দেশটির ভূখণ্ডে সন্ত্রাসী হামলা হলে তাৎক্ষণিক ও পরিকল্পিত জবাব দেওয়া হবে। এই প্রতিক্রিয়া শুধু সন্ত্রাসীদেরই নয়, বরং যারা তাদের প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দেয়—তাদের দিকেও Directed হবে।
ভারতীয় সরকার স্পষ্ট করে জানিয়েছে, পারমাণবিক অস্ত্রকে ‘ব্ল্যাকমেইল’ হিসেবে ব্যবহার করার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
ইএইচ