আগস্ট ২১, ২০২৫, ০২:০১ পিএম
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দুই কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উভয় কলেজের অন্তত ছয় শিক্ষার্থী আহত হন।
পুলিশ জানায়, ১৯ আগস্ট সিটি কলেজের দুই শিক্ষার্থীর আইডি কার্ড ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই কলেজের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তারই জেরে বৃহস্পতিবার ফের সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এ সময় ঠিকানা পরিবহনের একটি বাস ভাঙচুরেরও ঘটনা ঘটে।
আহত ছয় শিক্ষার্থীর মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সিটি কলেজ শিক্ষার্থী ফারাবি ও আবির পিয়াস এবং ঢাকা কলেজ শিক্ষার্থী মুজাহিদ হাসান অন্তর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শিক্ষার্থীদের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিলেও, পুলিশ জানায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।