ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কালিয়াকৈরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

আগস্ট ২১, ২০২৫, ০২:৫৫ পিএম

কালিয়াকৈরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। 

এর অংশ হিসেবে বৃহস্পতিবার গাজীপুর জেলার ৫টি উপজেলা, ৩৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। 

কালিয়াকৈরে উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে কার্যক্রমের সূচনা করেন।

কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। 

এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. টিটন মিয়া, উপজেলা প্রশিক্ষিকা নিগার সুলতানা, পৌরসভার সকল ওয়ার্ড দলনেতা-দলনেত্রী এবং ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আনসার-ভিডিপি সদস্যদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা জানান, তৃণমূল পর্যায় পর্যন্ত এ উদ্যোগ ছড়িয়ে দিতে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের দলনেতা-দলনেত্রীসহ আনসার-ভিডিপি সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ বলেন, “তৃণমূল পর্যায়ে আনসার-ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে নিরলসভাবে কাজ করছে। এই উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কালিয়াকৈরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার উদ্যোগই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।

ইএইচ

Link copied!