দিলরুবা খানম সাথী
আগস্ট ২১, ২০২৫, ০৩:৪৭ পিএম
আমার কান্না তোমার অন্তত স্পর্শ করতে পারেনি
আমার অকালে ঝরে পড়া তোমার কিছু আসে যায় না
আমার মৃত্যুতে তুমি শোকাহত না, আমি কে?
তবুও তুমি আমার অন্তত জমিনে নিশ্চিন্তে হাঁটো!
যদি আমিও তোমার মতো নিষ্ঠুর হতে পারতাম।
কর্কশ হৃদয়ের অধিকারী হতে পারতাম
মুহূর্তে সম্পর্ক অস্বীকার করতে পারতাম
তাহলে আমিও তোমার মতো ভালো থাকতে পারতাম।
আমি তোমার মতো মিথ্যা অজুহাত খুঁজি না
বাহানা ধরি না চলে যাওয়ার।
তুমি আমার স্মৃতিতে হাঁটো, কল্পনায় বিরাজমান।
একদিন মৃত্যু হবে আমার স্মৃতির,
হয়ত দেহের পচনের সাথে মস্তিষ্ক বিকল হবে।
সেদিন কী তোমার চোখ কাঁদবে?
আহত হবে তোমার অন্তত?
শিক্ষার্থী: সৈয়দ আশরাফ পৌর মহিলা কলেজ, কিশোরগঞ্জ।