গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৫, ০২:৪৪ পিএম
নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের মেইন গেট নির্মাণকাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজস্ব খাতের অর্থায়নে প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য গেটের ঢালাই কাজসহ সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ম্যানেজার মনিরুজ্জামান রাসেল এবং ঠিকাদার সেলিম শাহ।
ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, উপজেলা পরিষদের সৌন্দর্যবর্ধন ও প্রবেশপথের মানোন্নয়নের অংশ হিসেবে আধুনিক নকশায় মেইন গেট নির্মাণ করা হচ্ছে। এতে পরিবেশ সমৃদ্ধ হবে এবং সেবাদানে আরও অনুকূল পরিবেশ তৈরি হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মতভাবে নির্মাণকাজ শেষ হবে।
ইএইচ