Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সারাদেশে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত

সাহিদুল ইসলাম ভূঁইয়া

আগস্ট ৮, ২০২২, ০৪:৩৭ পিএম


সারাদেশে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত

নানা কর্মসূচিতে সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জেলা ও উপজেলায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তরিত পড়ুন-

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলায় দোয়া মাহফিল, আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবাষির্কী উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। সোমবার (৮ আগস্ট) সকালের দিকে জেলা আওয়ামী লীগের  দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা“ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। এসময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো:মনির হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা ও সদর উপজেলা চেয়ারম্যান হাজী মো:শানে আলম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো:নুরুল আজম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সদর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সুযোগ্য সহধর্মিণী ও সহযোদ্ধা। বঙ্গমাতা বেগম মুজিব বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন ও প্রেরণা দিয়েছেন। দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা, সাহসিকতা, ত্যাগ ও অনুপ্রেরণার উৎস বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মহান স্বাধীনতা অর্জনে এই মহীয়সী নারীর রয়েছে গৌরাবজ্জ্বল ভূমিকা।

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার। উপজেলা শিক্ষা অফিসার মো.বেলায়েত হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, প্রাণি সম্পদ কর্মকর্তা শবনম সুলতানা, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিউম বেগম, জনস্বাস্থ্য উপসহকারি প্রকৌশলী মো.আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, কোলা ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল প্রমুখ। 
আলোচনা সভাশেষে দুস্থ্য ৬ জন নারীকে সেলাই মেশিন ও ২ জন নারীকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে স্থাপিত জনসেবা চত্তরে প্রথমে জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।   এরপর টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা  পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের  প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সহ তাদের পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাতসহ প্রধামন্ত্রী শেখ হাসিনা ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়েছে।  সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়রম্যান জান্নাতুন নাইম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের (সাবেক) কমান্ডার মতিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো। আলোচনা শেষে সুবিধাবঞ্চিত অসহায় নারীদের মাঝে সেলাইমেশিন ও চেক বিতরণ করা হয়।

বরিশাল ব্যুরো: বরিশালে নানা আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় নগরীর সদর রোডের সোহেল চত্বরের দলীয় কার্যালয় চত্ত¡রে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ। এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে রবিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে দলীয় কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাদিক আব্দুল্লাহ্ সহ নেতারাকর্মীরা। অন্যদিকে দিবসটি উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নগরীর সার্কিট হাউজের সভা কক্ষে এক আলোচনা সভা, সেলাই মেশিন বিতরন ও আর্থিক অনুদান দেয়া হয়েছে। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি এসএম আকতারুজ্জামান ও পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অসহায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং আর্থিক অনুদান বিতরণ করা হয়।

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জরে ভৈরবে স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধুর সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট, স্মার্ট আইডি কার্ড, সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভাসহ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে যথাযথ মর্যাদায় এদিনটি পালন করা হয়। সোমবার বেলা ১১টায় উপজেলা চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ও থানা প্রশাসনসহ আওয়ামী লীগ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।পরে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট, স্মার্ট আইডি কার্ড, সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান  মির্জা সোলায়মান,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহদে সৌরভ, ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ গোলাম মোস্তুফা উপজেলা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সিরাজ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের এর ৯২তম জন্মবার্ষিকী পালন করেছে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ। সোমবার (৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বঙ্গমাতা শেখ  ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্য উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। পুস্পস্তবক অর্পণ এবং আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সহ সভাপতি মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রজত ঘোষ, যুগ্ম সাধারণ সাধারণ শাহিনুর ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক খলিলুর, যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাউজ জামান, মাগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম আতিকুল ইসলাম বুলবুল, বারুহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈনুল হক, মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফর কবির লিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ সহ আরো সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে ১০জন অসহায় মহিলাকে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম  জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,সেলাই মেশিন বিতরন ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। সেলাই মেশিনের সাথে নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে  বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহম আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ। তথ্য আপা‍‍`র আয়োজনে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মির্জা মোহাম্মদ হাসান। উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ,কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,তথ্যসেবা কর্মকর্তা মেরিন নাসরিন,সুকোমল রায়,চেয়ারম্যান আলাউদ্দিন পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক আজিজুন্নেছা আক্তার, শ্রীধাম দাশ গুপ্ত,লিটন রায়, সাংবাদিক আয়ুব খান,মিজানুর রহমান,একরামুল আলম লেবু, কৃষকলীগের সাবেক আহবায়ক জামাল উদ্দিন প্রমুখ। বক্তারা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রামপাল উপজেলা অডিটোরিয়ামে সোমবার সকাল ১০ টা উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা সেফা প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও দুস্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।  অপর দিকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সায়েরা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আ. রউফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ মোতাহার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক মহিলা নেতা কর্মী উপস্থিত ছিলেন।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: "মহীয়সী বঙ্গমাতা চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা" "শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা" এই স্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, কৃষিবিদ প্রীতম কুমার হোড়, মহিলা অধিদপ্তর কর্মকর্তা শাহানা কাকলী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ আব্দুর রশিদ, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, পুলিশের উপপরিদর্শক মো. ছরোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, এসময় প্রশিক্ষিত ৭জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে সোমবার  সকাল ৯ টার সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ পরম শ্রদ্ধাভরে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত সকলে স্মরণ করে বেগম ফজিলাতুন্নেছাকে এবং বক্তারা বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাঙালি জাতির এক মহিয়সী নারীর নাম। বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে অন্তরালে থেকে বঙ্গবন্ধুর  শক্তি ও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন বঙ্গমাতা। বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছেন তিনি। বঙ্গবন্ধু যখন জেলে থাকতেন তখন তাঁর অবর্তমানে সংগঠন পরিচালনায় প্রধান সমন্বয়কারীর গুরুদায়িত্ব পালন করতেন বঙ্গমাতা। জেলগেটে বঙ্গবন্ধুকে দেখতে গিয়ে নেতা-কর্মীদের খোঁজখবর দিতেন। আবার জেলগেট থেকে ফিরে বঙ্গবন্ধু প্রদত্ত দিক-নির্দেশনাও নেতা-কর্মীদের কাছে পৌঁছে দিতেন তিনি। স্বাধীনতার পর বীরাঙ্গনাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “ আমি তোমাদের মা “। অনেক বীরঙ্গনাকে নিজে উপস্থিত থেকে বিয়ে দিয়ে সামাজিক মর্যাদাসম্পন্ন জীবন দান করেন। সেই বাঙালির মা বেগম মুজিব এই দেশের জন্মের ইতিহাসে এক উজ্জ্বল নাম। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের কন্টকাকীর্ণ পথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান ও গুরুত্ব নিয়ে যতটা আলোচনা হওয়ার কথা তা হয়নি। বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর সহধর্মিনী হিসেবে নয়, একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তি সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয় সমআসনে অধিষ্ঠিত করেছেন তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। তিনি ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। এই মহিয়সী নারীর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান,  চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা-২ আসনের , সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগর টগর, মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ ও জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।

 সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (০৮ আগস্ট) শোভাযাত্রা, আলোচনা সভা ও হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, তথ্য আপা প্রকল্প ও জাতীয় মহিলা সংস্থার আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তারের সঞ্চালনায়   এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমত আরা খাতুন, ইউ আর সি হেলেনা পারভীন প্রমুখ। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইসরাত জাহান বিথী,  সহকারী প্রোগ্রামার জান্নাতুল নাঈমা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বেনাপোল প্রতিনিধি: শার্শায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুনেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা দোয়া মাহফিল, গ্রাম্য চিত্র প্রদর্শনী, সেলাই মেশিন বিতরণ ও অর্থ সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নারায়ণচন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলাম. শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান, বেনাপোল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নোয়াখালী প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে নোয়াখালীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় মহিলা সংস্থা নোয়াখালী জেলা কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থা নোয়াখালী জেলার চেয়ারম্যান রেনু চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থা নোয়াখালী জেলা কর্মকর্তা মো. নাঈম পারভেজ, আইটি প্রশিক্ষক আবদুর রহমান, মাঠ সমন্বয়কারী মনির আহম্মদ। এসময় সংস্থার বিভিন্ন ট্রেডেের প্রশিক্ষণার্থীগন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফরিদপুরের টুঙ্গীপাড়ার সন্তান শেখ মুজিব দীর্ঘ আপোষহীন লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ধীরে ধীরে শুধুমাত্র বাঙালি জাতির পিতাই নন, বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব।

চাঁদপুর প্রতিনিধি: বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (৮ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা,  স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আর্থিক অনুদান এবং সেলাই মেশিন বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। জেলা প্রশাসক সংক্ষিপ্ত বক্তব্যে জাতির পিতা ও বঙ্গমাতাসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, আমরা সবাই জেনেছি এ দিবসটি এই প্রথমবার সারাদেশে উদযাপিত হচ্ছে এবং দিবসটিকে ‍‍`ক‍‍` শ্রেনীর দিবস ঘোষণা করা হয়েছে। তাঁর ৩৭ বছরের দাম্পত্য জিবনে ১৪বছরই একা কাটিয়েছেন। বাকী ২৩ বছর তিনি বঙ্গবন্ধুর সাহচর্য ছিলেন। উনার জিবন, দর্শন, আদর্শ, ত্যাগ, কীর্তি এ সম্পর্কে বিস্তারিত আজকে আমরা জেনেছি। ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কোন আলোচনা ছিলো না। এ আলোচনা না থাকার কারণে আমাদের নতুন প্রজন্ম অনেক কিছুই জানা থেকে দূরে রয়েছিলো। দেশের জন্যে অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিলো। জেলা প্রশাসক বলেন, সভায় বক্তারা বলেছেন চাঁদপুরের বীরাঙ্গনা ছিল ৪ জন। তাঁদেরকে ঢাকায় নিয়ে বিয়ে দেয়া বা তাঁদের যত্ন সহকারে আশ্রয় দেয়া এগুলো আমরা জানতাম না। আসলে এগুলো নিয়ে আলোচনার দরকার আছে। অনেক বড় বড় সিদ্ধান্তগুলোর মধ্যে বঙ্গমাতার অনেক বড় ভূমিকা রয়েছিলো। এসব আলোচনা সামনে আসা দরকার এবং নতুন প্রজন্মকে জানানো দরকার। তাঁর কীর্তি সম্পর্কে যেনে আমাদের সমাজের নারীরা অনুসরণ করে জাতীয় জিবনে বিশেষ ভূমিকা রাখবে। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. বদরুন্নাহার চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নুর খান প্রমূখ। আলোচনা সভা শেষে ৬০ জন অসহায় নারীকে সেলাই মেশিন এবং ৩৭ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ১১ লাক ৪০হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নাগরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। সোমবার (৮ আগস্ট) সকালে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি মো.জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক মো.কুদরত আলীর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর,সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি বি এম জহুরুল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, ভিপি মুজাহিদুল ইসলাম মুসা, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম প্রমূখ। উল্লেখ্য, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক এবং মাতার নাম হোসনে আরা বেগম।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: সারাদেশের ন্যায় বগুড়ার শেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে শেরপুর উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা. সাবরিনা শারমিন, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মুন্সি সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. রায়হান পিএএ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির পাল। এছাড়াও উপজেলার অন্যান্য কর্মকর্তারা ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদ্যাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মহিলা ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) ভূঞাপুর উপজেলা  প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল  ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, সহকারী কমিশনার (ভূমি)  অমিত দত্ত, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, এমপির সহধর্মিনী ঐশী খান। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এমপি ছোট মনিরের সহধর্মিনী ঐশী খানের ব্যক্তিগত অর্থায়নে ২০টি সেলাই মেশিন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অধীন ৭টি সেলাই মেশিন প্রদান করা হয়। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব মহিলা ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এমপি ছোট মনির।

রাউজান প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী বঙ্গমাতা শেখ ফজিলতুনেছা মুজিবের ৯২ তম  জম্মদিন উপলক্ষে রাউজান পৌরসভার আয়োজনে দোয়া মাহফিল আলোচনা সভা ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে পৌরসভার কর্মকর্তা আরফানুল ইসলাম আবিরের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডালি, জেবুর নেছা, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, তৈয়ব চৌধুরী, রাউজান পৌরসভার সচিব অনিল চন্দ্র ত্রিপুরা, সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, আওয়ামী লীগ নেতা নাঈম উদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী টিপু, যুবলীগ নেতা কাজী রাশেদ, আবু ছালেক, সাবের উদ্দিন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমূখ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন  রাউজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শাহাদাৎ হোসেন সাজ্জাদ। আলোচনা সভা শেষে পৌর এলাকার দুঃস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মতিন।

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রসাশন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ এর সভাপতিত্বে ও সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমূল হুদা, কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফয়জুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা কবির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা আঃ আউয়াল, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, ফরিদ উদ্দিন প্রমূখ।

গৌরীপুর (ময়মনসিংহে) প্রতিনিধি: ‘মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের অনুপ্রেরণা’- এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ পাবলিক হল অডিটরিয়ামে সোমবার (৮ আগস্ট) সকালে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোসাঃ নিকহাত আরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নাজিমুল ইসলাম, ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকন্দ, উপজেলা শিক্ষা মনিকা পারভীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলায় ৫ জন দু:স্থ নারীর মাঝে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মদিনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের ৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়। শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ উপজেলার জেলার দিরাই উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম  ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে দিরাই উপজেলা গণমিলনায়তন হলে আলোচনা সভা ও অসহায় দুস্থ মহিলাদের সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা গণমিলনায়তন হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও তথ্যসেবা কর্মকর্তা পারমিতা দাস সুইটির পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিরাই পৌরসভা মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, সহকারি কমিশনার (ভূমি) অরূপ রতন সিংহ, দিরাই সার্কেল এএসপি আবু সুফিয়ান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. সোহেল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান এড.রিপা সিনহা, সাবেক  মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান প্রমূখ। বক্তারা স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমৃত্যূ সঙ্গী বঙ্গমাতাকে স্মরণ করে বলেন, একটি স্বাধীন দেশের জন্ম দিতে গিয়ে বঙ্গবন্ধু যেমন আন্দোলন সংগ্রাম করে গেছেন, তার সবচেয়ে বেশি প্রেরণা জুগিয়েছেন বঙ্গমাতা। খুব কাছে থেকে প্রতিনিয়ত বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন। বঙ্গবন্ধুকে চিরদিন অনুসরণ করেছেন বঙ্গমাতা। আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাকে ১টি করে সেলাই মেশিন ও ১২জন অসহায় দুস্থ মহিলাকে নগদ ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: ‘মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা’ এই স্লোগানকে ধারণ করে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন,আর্থিক অনুদান প্রদান করা হয় এবং মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষর, কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ইসরাত জেরিনসহ আরো অনেকে।

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: নান্দাইল উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১১ ঘটিকায় নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে নান্দাইল উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল মনসুরের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে, আলোচনা সভা ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খাঁন তুহিন (এমপি)। এছাড়া বিশেষ অতিথি নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, বাংলাদেশের আওয়ামী লীগ নান্দাইল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সরাফ উদ্দিন ভূইয়া, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মাঝহারুল হক ফকির, উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবুল কাসেম লাভলু, আব্দুল মতিন ভদ্র, আব্দুর রাশিদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, মোয়াজ্জেম হোসেন মিল্টন প্রমূখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে প্রেরণা যুগিয়ে, সুপরামর্শ দিয়ে, স্বাধীনতার পথকে প্রশস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। সেই মহীয়সী নারীর ৯২তম জন্মবার্ষিকী। তার আত্মার মাগফেরাত কামনা সহ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি।

এআই

Link copied!