কিশোরগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৩, ২০২৫, ০৩:৪২ পিএম
"আমার সোনার বাংলায় মাদক ব্যবসায়ীর ঠাঁই নাই — চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে"—এই স্লোগানে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী মানববন্ধন।
রোববার সকাল ১১টায় শহরের স্বল্প মারিয়া এলাকায় স্থানীয় সচেতন যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে এলাকাবাসী, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেয়। ধর্ষণ, খুন, চুরি, ছিনতাই, বিয়েবিচ্ছেদসহ নানা অপরাধের অন্যতম উৎস মাদক। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন ৮নং মারিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বল্প মারিয়া এলাকার মোঃ নজরুল ইসলাম, এনামুল হাসান রুমান, শফিকুল ইসলাম খান, মাহফুজ ইবনে ফেরদৌস, কামরুল ইসলাম, মোঃ শরিফ মিয়া, ফজলুর রহমান, আব্দুল খালেক, মোঃ নুরুল ইসলাম, আব্দুল হামিদ, আমজাদ হোসেন রাসেল, মোঃ আনোয়ার হোসেন নাঈমসহ আরও অনেকে।
বক্তারা বলেন, পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনেও রয়েছে মাদকের সরাসরি প্রভাব। এখনই প্রতিরোধ না গড়ে তুললে ভবিষ্যৎ প্রজন্ম চরম ঝুঁকির মধ্যে পড়বে।
তারা আরও বলেন, প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই একটি মাদকমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার করেন। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
ইএইচ