Amar Sangbad
ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪,

সিংগাইরে ওসির অপসারণ দাবিতে জনতার বিক্ষোভ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২২, ০৪:৩৯ পিএম


সিংগাইরে ওসির অপসারণ দাবিতে জনতার বিক্ষোভ

মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ওসি শফিকুল মোল্লার অপসারণ দাবিতে বিক্ষোভ করছেন সিংগাইর পৌর মেয়র, কাউন্সিলরসহ সিংগাইর উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দসহ স্থানীয় জনতা।

সোমবার (৭ নভেম্বর) পৌরসভার ৪ নং ওয়ার্ডে উপজেলা কৃষকলীগের সভাপতি মাবুবুর রহমান ও সাবেক ছাত্রলীগ নেত্রী ইমু সুলতানার বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে পৌর মেয়র আবু নাঈম মোঃ বাসার ওয়ার্ড কাউন্সিলর রিয়াজুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান।

পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিয়াজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তা দখল করে দেয়াল নির্মাণে বাধা দেয় এবং নিয়ম মেনে দেয়াল নির্মাণের কথা বললে অভিযুক্ত ইমু সুলতানা ও মাহবুবুর রহমান কাউন্সিলরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে থানায় এসে প্রভাব খাটিয়ে কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন। পরে সিংগাইর থানার ওসি শফিকুল মোল্লা মেয়র এবং রিয়াজুল ইসলাম ডেকে আনে। এসংবাদ পেয়ে মেয়র থানায় উপস্থিত হয়ে কাউন্সিলরকে ছেড়ে দিতে বললে ওসির সাথে মেয়রের বাকবিতন্ডা হলে ওসি মেয়র কাউন্সিলর সহ নেতাকর্মীদের মিথ্যা মামলার ভয়ভীতি দেখান।

এ সংবাদ পেয়ে স্থানীয় জনতা, পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে ওসি শফিকুল মোল্লার অপসারণ চেয়ে বিক্ষোভ করেন এবং রিয়াজুল ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানালে সিংগাইর থানার ওসি শফিকুল মোল্লা জনতার দাবির মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এ বিষয়ে এএসপি (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, একজন কাউন্সিলরকে থানায় ডেকে আনায় ভুল বোঝাবোঝি হয়েছিলো। এর বেশি কিছু না।

কেএস 

Link copied!