ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে শুধু মাছ আর মাছ

সফিউল আলম, কক্সবাজার

সফিউল আলম, কক্সবাজার

নভেম্বর ১৭, ২০২২, ০৩:১৪ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে শুধু মাছ আর মাছ

কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে শুধু মাছ আর মাছ। জেলেদের জালে অতিরিক্ত মাছ ধরা পড়ায় তা নিতে না পেরে সৈকতে ফেলে দিয়ে চলে যায় জেলেরা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত সৈকতের লাবনী, শৈবাল ও ডায়েবিটক পয়েন্টে এসব মাছ ভেসে আসে।

লাবনী পয়েন্টে গিয়ে দেখা গেছে-পর্যটক আর স্থানীয় কুড়িয়ে নিচ্ছে মাছ। সেখানে আছে পোয়া, ইলিশসহ নানা প্রজাতির মাছ। মূলত টানা জালে এসব মাছ পডার পর জেলেরা তা নিতে না পেরে অনেক জেলে জালও ফেলে চলে যায়।

এফবি আরিফের মাঝি আবুল কাসেম বলেন, ১০ টার দিকে লাবনী ও শৈবাল পয়েন্টের মাঝামাঝি জায়গায় জাল ফেলেছি। জাল টানার সময় আমরা বুঝতে পারছি সেখানে মাছ বেশী। আমাদের ট্রলার ছোট। আমরা নেয়ার পরও অনেক মাছ জালে থেকে যায়। সেগুলো সৈকতে ফেলে চলে যাচ্ছি। আমাদের মতো আরও অনেকে ফেলে যাচ্ছে। আজকে সবচেয়ে বেশি মাছ পড়েছে।

ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক শামীম হোসেন বলেন, যখন সৈকতে মাছ পড়ে আছে। আমিও নিয়েছি এক বস্তা। অনেকে মাছ কুড়িয়ে নিয়েছে। পোয়া, ইলিশ, ছুরিসহ বিভিন্ন রকমের মাছ রয়েছে এখানে। যেটা জেনেছি অতিরিক্ত মাছ পড়ায় জাল তুলতে না পেরে জেলেরা ছেড়ে দিয়েছে।

স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও কুড়িয়ে নিচ্ছেন মাছ জানিয়ে ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা বলেন, অনেক পর্যটকও মাছ কুড়িয়েছে এবং সৈকতেই তা বিক্রি করেছে। আবার অনেকে বস্তায় করে নিয়ে যাচ্ছে।

সৈকতের লাইফগার্ড ইনচার্জ ওসমান গণি বলেন, সকাল সৈকতে মাছ ভেসে আসতে দেখা যায়। পর্যটক ও স্থানীয়রা এসব মাছ কুড়িয়ে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে জেলেদের জালে অতিরিক্ত মাছ ধরা পড়েছে। তাই অতিরিক্ত মাছগুলো নিতে না পারে সাগরে ফেলে দিচ্ছে জেলেরা।

বীচকর্মী মাহাবুবুর রহমান বলেন, ফেলে দেয়া মাছগুলো মূলত সৈকতে পড়ে আছে সেগুলো সবাই নিয়ে যাচ্ছে। সৈকতে তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ।

কেএস 

Link copied!