Amar Sangbad
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫,

বিদ্যুৎ সহনশীল পর্যায়ে রয়েছে: কামরুল ইসলাম

কেরানীগঞ্জ প্রতিনিধি:

কেরানীগঞ্জ প্রতিনিধি:

মার্চ ১, ২০২৩, ০৬:৫৭ পিএম


বিদ্যুৎ সহনশীল পর্যায়ে রয়েছে: কামরুল ইসলাম

দেশে বিদ্যুতের সমস্যা নাই, বিদ্যুৎ সহনশীল পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

বুধবার (১ মার্চ) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের কালুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও রাস্তার উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষ কষ্টে আছে। এই মুহুর্তে বিদ্যুতের দাম, জিনিসপত্রের দাম বেশি। শুধু বাংলাদেশে নয় এটা সারা বিশ্বের চিত্র, বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। আর অনেকেই ভেবেছিলো এই সরকার করোনা মোকাবিলা করতে পারবেনা কিন্তু আমরা ভালো ভাবেই তা পেরেছি। যে ক‍‍`টা দেশ করোনা ভালো ভাবে  মোকাবিলা করেছে বাংলাদেশ তার অন্যতম।

তিনি আরও বলেন, মানুষ বেড়েছে, মুখ বেড়েছে, জমি কমেছে, কিন্তু উৎপাদন বেড়েছে  আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। যে কোন সময়ের তুলনায় এখন সব চেয়ে বেশি খাদ্যা মওজুদ রয়েছে, যার পরিমাণ ২০ লাখ মেট্রিক টনের বেশি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সারা বিশ্বের ৩ জন বিশ্ব নেতৃত্বের একজন বলেও জানান বর্ষীয়ান এ নেতা।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি শফিউল আজম খান বারকু, শক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরজু মিয়া বেনুসহ অনেকে।

আরএস
 

Link copied!