কেরানীগঞ্জ প্রতিনিধি:
মার্চ ৫, ২০২৩, ০৩:৩৯ পিএম
কেরানীগঞ্জ প্রতিনিধি:
মার্চ ৫, ২০২৩, ০৩:৩৯ পিএম
রাজধানীর কেরানীগঞ্জে ঐতিহ্যবাহী গোয়ালখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের চারতলা নতুন ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) বিকেলে ভবনের উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ।
প্রধান অতিথি ভবন উদ্বোধন পরবর্তী এক সমাবেশে বলেন, শুধু মাত্র নতুন আর উন্নতমানের ভবন দেখলে হবেনা, পড়া-লেখায়ও উন্নতি করতে হবে। কারণ আজকের ছাত্রছাত্রীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। তাদের হাত ধরেই এগিয়ে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।
পরে প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আসকর আলী, আওয়ামী লীগ নেতা শরীফ দেওয়ান, মাসুদ রানা মুন্নাসহ অনেকে।
আরএস