Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ঘোড়াঘাটে অটোভ্যান ও রিক্সার সংঘর্ষে ১ জন নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৩, ১২:২৬ পিএম


ঘোড়াঘাটে অটোভ্যান ও রিক্সার সংঘর্ষে ১ জন নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারী চালিত ভ্যান ও রিক্সা মুখোমুখি সংঘর্ষে আলম মিয়া (৬০) নামে এক রিক্সা চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন।

সোমবার (১৩ মার্চ) সন্ধায় উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী গ্রামের এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে রিক্সা চালক আলম মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরবেলা সে মারা যায়। নিহত আলম মিয়া উপজেলার চোপাগাড়ী গ্রামের মৃত রজব আলীর ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন, নুরুল হকের ছেলে তৌহিদুল ইসলাম (৩৫), রহিম বাদশার ছেরে বিপুল সরকার (২৮) এবং নাজমুল সাদাত তারার মেয়ে সালমা তাসনিম (৫০)। তারা সবাই সদর ইউনিয়নের চোপাগাড়ী গ্রামের বাসিন্দা।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সাদ-সামস্ বলেন, ‘আহত ৫ জন রোগীকে সোমবার রাতে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এরমধ্যে আলম মিয়া নামে একজনের মাথায় গুরুতর আঘাত ছিলো এবং তিনি বমি করছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই বগুড়া মেেিডকেল রেফার্ড করা হয়। বাকি ৩ জনের মধ্যে সালমা তাসনিম নামে একজন নারী প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই নিজ বাড়িতে ফিরে গেছেন। অপর ২ জন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং তারা শঙ্কামুক্ত।’

৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চেয়াম্যান আসাদুজ্জামান ভুট্টু বলেন, ‘খবর পেয়ে রাতেই আমি হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসা এবং ঔষধপত্রের ব্যবস্থা করেছি। গুরুতর আহত আলম মিয়া চিকিৎসাধীন অবস্থায় ভোরবেলা মারা গেছেন। পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনা শুনেছি। নিহত বা আহত পরিবারের কাছে থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরএস

Link copied!