Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ঝালকাঠিতে টেলিযোগাযোগ সেবা ও সাইবার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

মে ২৪, ২০২৩, ০৭:৩১ পিএম


ঝালকাঠিতে টেলিযোগাযোগ সেবা ও সাইবার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

ঝালকাঠিতে টেলিযোগাযোগ সেবা ও সাইবার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর সিকদার।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতি, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলমসহ বিভিন্ন টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর সিকদার বলেন, সাইবার নিরাপত্তার বিষয়ে সকল বেসরকারি মুঠোফোন কোম্পানিগুলোকে সতর্কসহ বেসরকারি কোম্পানিগুলোকে গ্রাহকের সেবা নিশ্চিত এবং সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যখন কেউ গুজব ছড়ানোর চেষ্টা করে কিংবা কেউ সাইবার ক্রাইম সংগঠিত করে, তখন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করতে হবে। তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরএস

Link copied!