জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
মে ২৭, ২০২৩, ০৬:২০ পিএম
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
মে ২৭, ২০২৩, ০৬:২০ পিএম
নীলফামারীর জলঢাকায় অন্যের পরিবর্তে বদলি পরিক্ষা দেওয়ায় মুকুল ইসলাম (২৪) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম।
শনিবার (২৭ মে) চলমান এসএসসি পরিক্ষার ইংরেজি পরিক্ষা চলাকালীন সময়ে উপজেলার ছিটমীরগঞ্জ শালনগ্রাম ফাযিল মাদ্রাসায় যাচাই বাছাই শেষে ভ্রাম্যমান আদালত এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট মাদ্রাসা সূত্রে জানা যায়,উপজেলার ননএমপিওভুক্ত বামনা বামনী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে রেজিষ্ট্রেশনকৃত পরিক্ষার্থী মাজেদুল ইসলামের পরিবর্তে নীলফামারী সদর উপজেলার দুহুলী এলাকার জাহেদুল ইসলামের ছেলে মুকুল ইসলাম ইংরেজি পরিক্ষায় অংশগ্রহন করেন। পরিক্ষা চলাকালীন সময়ে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও ছিটমীরগঞ্জ শালনগ্রাম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন,`অভিযুক্ত মাদ্রাসার বিরুদ্ধে আইনি ব্যবস্হা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে।`
আরএস