Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

মা ইলিশ রক্ষায় স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

অক্টোবর ৫, ২০২৩, ০৮:৪৪ পিএম


মা ইলিশ রক্ষায় স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়

ভোলার তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে প্রজননক্ষম মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মোট ২২ দিন নদীতে মৎস্য আহরণ বন্ধে সচেতনতায় এ সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন।

এ সময়  বক্তৃতা রাখেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন মাষ্টার, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. হারুন অর রশিদ, ওসি (তদন্ত) তারিকুজ্জামান, মেরিন ফিশারিজ অফিসার মো. আল-আমীন, ভোলা জেলা পরিষদ সদস্য ইশতিয়াক হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার মো. নুরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, মা ইলিশ রক্ষা অভিযান চলাকালীন সময়ে উপজেলার নিবন্ধিত ১৭ হাজার ৫শ’ জন জেলে প্রত্যেককে ২৫ কেজি করে সরকারি সহায়তার চাল প্রদান করা হবে।

এআরএস

Link copied!