Amar Sangbad
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫,

দিনাজপুরে ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীরা বিহ্মোভ ও অবস্থান কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ১১, ২০২৫, ০৭:৩৬ পিএম


দিনাজপুরে ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীরা বিহ্মোভ ও অবস্থান কর্মসূচি

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এন্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক ডিগ্রী সমমান করার দাবিতে রোববার (১১ মে) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভিতরে অবস্থান ও বিহ্মোভ সমাবেশ করে ডিপ্লোমা স্টুডেন্ট ইন্টার্ন নার্স ও মিডওয়াইফারি নার্সরা।

উক্ত আন্দোলনে দিনাজপুরের সকল স্তরের নার্সিং ইনস্টিটিউটের শিহ্মার্থীরা অংশগ্রহন করেছিল। তাদের একটিই দাবি ডিপ্লোমাকে ডিগ্রীর সমমান দিতে হবে। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান রাখবেন। তারা বিভিন্ন রকম স্লোগান দেয় ‘দফা এক দাবি এক, ডিপ্লোমা কে ডিগ্রি সমমান দিতে হবে, দিতে হবে’। 

এই সময় উপস্থিত ছিলেন ডিপ্লোমা ইন নার্সেস এর সকল ছাত্র-ছাত্রীর পহ্মে মো ঈসমাইল হোসেন, শান্ত বাবু, মাহবুবা মাহানুর, খালিদ হাসান, বাঁধন রায়, বিথী দত্ত, সানজিদা ওয়াসী, তানজু আরা, জয় এবং  ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডিয়াইফারি এর সকল ছাত্র-ছাত্রীবৃন্দ। 

আরএস
 

Link copied!