Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

চরফ্যাসনে গভীর রাতে বাসে আগুন

চরফ্যাসন( ভোলা) প্রতিনিধি

চরফ্যাসন( ভোলা) প্রতিনিধি

নভেম্বর ৫, ২০২৩, ০১:০১ পিএম


চরফ্যাসনে গভীর রাতে বাসে আগুন

ভোলার চরফ্যাসনে গভীর রাতে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে নতুন বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে চরফ্যাসন থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কে বা কারা বাসে দিয়েছে তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, চরফ্যাসন থেকে চট্টগ্রামগামী যমুনা পরিবহন নামের একটি বাস টার্মিনাল সংলগ্ন সড়কের পাশে রেখে শ্রমিকরা ঘুমাতে চলে যায়। রাত পৌণে ১২টার দিকে দুর্বৃত্তরা ওই বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাসে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, তৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। তবে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে বাসে আগুন দিতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

এআরএস

Link copied!