Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

‘দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন রোল মডেল’

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৩, ০৫:১১ পিএম


‘দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন রোল মডেল’
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। ছবি-ফাইল

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলেই যেকোনো দুর্যোগে দেশের মানুষ নিরাপদে থাকতে পারছে। বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবিলায় বিশ্বে রোল মডেল।

রোববার (১২ নভেম্বর) দুপুরে ভোলার লালমোহন প্রেসক্লাবের আয়োজনে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাওন আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। বর্তমানে তারই কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে দেশে উন্নয়নের মহাযজ্ঞ চালাচ্ছেন।

লালমোহন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!