ভোলা প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৩, ০৯:৩৬ পিএম
ভোলা প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৩, ০৯:৩৬ পিএম
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোলার চারটি আসনেই বর্তমান এম পি দেরকেই পূনরায় আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।
ভোলা জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুরে দেশের অন্যান্য আসনগুলোর সাথে ভোলার ৪টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ভোলা-১ আসনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা-২ আলী আজম, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নাম ঘোষণা করা হয়।
এদিকে মনোনয়ন ঘোষণা হওয়ার সাথে সাথে বোরহানউদ্দিন,লালমোহন চরফ্যাশন উপজেলায় আওয়ামীলীগের নেতাকর্মীরা আনন্দ উৎসবে মেতে উঠে। বিতরণ করা হয় মিষ্টি। অনেকে আবার নামাজ পরে শুকরিয়া আদায় করতে দেখা গেছে।
উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
আরএস