Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪,

দ্বাদশ জাতীয় নির্বাচন

বরিশালের ৬ আসনে ২২ জনের মনোনয়ন সংগ্রহ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ২৮, ২০২৩, ০৫:১৯ পিএম


বরিশালের ৬ আসনে ২২ জনের মনোনয়ন সংগ্রহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে এখন পর্যন্ত ২২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া বরিশাল-৩ আসন থেকে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সর্বশেষ তথ্য অনুযায়ী দুপুর সাড়ে ১২ টার দিকে বরিশাল-৫ আসনে স্বতন্ত্রপ্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কাউন্সিলর গাজী নঈমুল হাসান লিটুসহ নেতাকর্মীরা।

এর আগে সকালে বরিশাল-৪ আসনের নৌকার মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ড. শামীম আহমেদ এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সৈয়দ মনির। অপরদিকে বরিশাল ৩ আসন থেকে ওয়াকার্স পার্টি মনোনীত প্রার্থী এডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটানিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে বিপরীতে এখন পর্যন্ত মোট ২২ টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। কোন প্রার্থী প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে এমন তথ্য আমাদেও কাছে নেই। আগামী ৩০ নভেম্বর মনোনয়ন দাখিলের সবশেষ তারিখ।

এইচআর
 

Link copied!