Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে শিশু ধর্ষণে অভিযুক্ত আসামি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৩, ০৭:৪৫ পিএম


খাগড়াছড়িতে শিশু ধর্ষণে অভিযুক্ত আসামি গ্রেপ্তার

ওখাগড়াছড়িতে চাঞ্চল্যকর শিশুধর্ষণ মামলায় অভিযুক্ত মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খাগড়াছড়ি জেলার সদর থানায় গত সোমবার (২৭ নভেম্বর) একটি মামলা রুজু হয়। ৩ বছর বয়সী শিশু ধর্ষণ মামলা রুজুর পরপরেই খাগড়াছড়ি জেলার সদর থানার বিশেষ টিমের চৌকস অফিসার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযুক্ত আসামি মো. রইস মিয়া (৫৩) নামে ১ জনকে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানায়, গ্রেপ্তারকৃত আসামি জিজ্ঞাসাবাদে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে বলে স্বীকার করেছে।

ঘটনার দিন সোমবার সকালে আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ভিকটিম শিশু (৩)-কে শালবন রসুলপুরস্থ ভাড়া করা ঘরের ভিতর ধর্ষণের ঘটনাটি ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান জানান, ইতোমধ্যে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে, সু-চিকিৎসার জন্য বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এইচআর

Link copied!