মাগুরা প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৩, ০৯:৫১ পিএম
মাগুরা প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৩, ০৯:৫১ পিএম
আপনারা সবাই জানেন সাইফুজ্জামান শিখর ভাই মাগুড়া-১ আসনে কতো ভালো কাজ করেছেন। তার এখানে যদিও আমি নমিনেশন পেয়ে থাকি আসলে এটা তারই আসন। আমরা দুইজনে এক সঙ্গে কাজ করব। তিনি মাগুরাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। এবং আসা করবো আমরা দুইজনে সামনের পাঁচ বছর মাগুরাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারব।
রাজনীতিতে প্রবেশের পর প্রথমবার মাগুরা এসে এ কথা বলেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়ির বহর নিয়ে গড়াই সেতুতে পৌঁছান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গড়াই সেতু এলাকায় ভিড় করেন হাজারও সমর্থক। সেখানে মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানানো হয়।
মাগুরা জামরুল তলায় অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অনেকবার মাগুরা এসেছি, সম্বর্ধনা নিয়েছি। কিন্তু এবারের সফর অন্য রকম। মানুষের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার সফর।
এসময় সাকিব মাগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির নাম উল্লেখ করে বলেন, তারা আমাদের অভিভাবক। তারা আমাকে শেখাবেন। আমি হলাম এখানে ক্লাস ওয়ানের একজন ছাত্র। তারা এখানে পিএইচডি করে ফেলেছেন। তাদের নির্দেশনায় এগিয়ে যাব।
গড়ায় সেতু থেকে প্রায় ১৫ কিলোমিটার পথের দু’ধারে জনতা তাকে অভিনন্দন জানায়। বেলা দুইটার দিকে তার বহর মাগুরা শহরের জামরুল তলায় অবস্থিত আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আসে। সেখানে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সমপাক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পেৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল উপস্থিত ছিলেন।
আরএস