Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

মাটিরাঙ্গায় নিবন্ধনকৃত দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জানুয়ারি ২৪, ২০২৪, ০৪:১৮ পিএম


মাটিরাঙ্গায় নিবন্ধনকৃত দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ

মৎস্য অধিদপ্তরাধীণ পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান (পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদান) কার্যত্রুমের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় নিবন্ধনকৃত দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪জানুয়ারি)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বিকল্প কর্মসংস্থান এর জন্য মাটিরাঙ্গায় নিবন্ধনকৃত ৫ দরিদ্র জেলের মাঝে প্রতিজনকে ৪টিকরে মোট ২০টি  ছাগল বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা এর সঞ্চালনায় মৎস্য উপকরণ বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা ড.মো.আরিফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি চাকমা প্রমুখ।

আরএস

 

Link copied!