Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

চরফ্যাসনে কৃষকরা পেলেন কৃষি উপকরণ

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৭:০৩ পিএম


চরফ্যাসনে কৃষকরা পেলেন কৃষি উপকরণ

‘কৃষির উন্নয়নে, কৃষকের পাশে’ এ স্লোগানে ভোলার চরফ্যাসনে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ (সার, কীটনাশক, তরমুজের বীজ) বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলার ব্রজগোপাল টাউন হলে ব্যাংক এশিয়ার অর্থায়নে ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলার ২২৫ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের চরফ্যাসন উপজেলার পরিবেশক মাজহারুল ইসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো.  রোকনুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ব্যাংক এশিয়া ভোলার ম্যানেজার মিজানুর রহমান, সিনজেনটার রিজিওনাল সেলস ম্যানেজার ইশতিয়াক শাহরিয়ার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছানাউল্লাহ আজম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনজেনটা ভোলা জেলার সিনিয়র অফিসার মো. জোবায়ের হোসেন।

অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় নিয়ে এসে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে কৃষকসহ সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ইএইচ

Link copied!