Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪,

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার প্রতিনিধি

আগস্ট ১০, ২০২৪, ০৯:৩২ পিএম


মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

মৌলভীবাজারে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে এম সাইফুর রহমান স্টেডিয়ামে লে. কর্নেল ইব্রাহিম আদহাম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা কমিটির পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় জানানো হয়, মৌলভীবাজার প্রতিটি এলাকায় সহিংসতাসহ সব অপরাধ দমনে সেনাবাহিনীর টহল অব্যাহত রেখেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সব সম্প্রদায় এবং সব জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সার্বক্ষণিকভাবে নজর রাখছে।

সভায় সাংবাদিকরা বিগত সরকারে আমলে যারা চাঁদাবাজি, চোরাচালানিসহ অন্যান্য দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং টাকার মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান।

সভায় প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহিন, বকশী ইকবাল আহমদ, আজাদুর রহমান আজাদ, ইমজার সভাপতি তমাল ফেরদৌস, মৌমাছি কণ্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান রাহেল, ইমজার সাধারণ সম্পাদক আফরোজ আহমদ, বিটিভির প্রতিনিধি হাসানাত কামাল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু ইমাদ উদ্দিন, এখন টিভির প্রতিনিধি এমএ হামিদ, মৌমাছি কণ্ঠের নির্বাহী সম্পাদক শাহ জাহান আহমদ, এসএ টিভির প্রতিনিধি মো. হুসাইন আহমদ প্রমুখ।

ইএইচ

Link copied!