ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

উখিয়ায় পাগলি মা হচ্ছে, কিন্তু বাবা কে?

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৪, ০৭:৪১ পিএম

উখিয়ায় পাগলি মা হচ্ছে, কিন্তু বাবা কে?

ফেইসবুকে তীব্র সমালোচনার ঝড় এক পাগলি মা হচ্ছে। তবে তার সন্তানের বাবার পরিচয় কি? তা কেউ বলতে পারছে না।

সরেজমিনে দেখা গেছে, উখিয়া সদরে প্রায় পাগলিটার বিচরণ, বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। ছেড়া আর ময়লা কাপড়ে খাবারের খোঁজে ঘুরে বেড়া উখিয়ার গ্রামে গঞ্জে।

সবাই তাকে পাগলি বলে। সমাজ তাকে পরিচয় দিয়েছে পাগলি, কিন্তু পাগলীর সমাজ সম্পর্কে কোনো ধারণা নেই, পাগলির বিয়েও হয়নি।

সে হয়ত জানে না কষ্ট, দুঃখ, ভালবাসা কী? সে জানে না বিয়ের মর্ম, জানে না স্বামীর সোহাগ, পরিবার ও সংসার। তবুও পাগলীটা এবার মা হচ্ছে। কিন্তু অনাগত ওই সন্তানের দায়িত্ব নেবেন কে?

উখিয়া বাজারের এক পাগলির গর্ভবতী হওয়া নিয়ে তোলপাড়। কে হবে শিশুর বাবা! কার লালসার শিকার এই পাগলি- এ আলোচনায় ফেইসবুক সরব।

সোমবার সকাল থেকেই মানসিক ভারসাম্যহীন এ যুবতীর গর্ভবতী হওয়ার খবরটি ছড়িয়ে পড়েছে।

ইতোমধ্যে ওই পাগলির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে দেশ-বিদেশে আলোচনা-সামলোচনার ঝড় চলছে। সকলেই ক্ষোভ আর ঘৃণা প্রকাশ করছেন।

উখিয়ার মোহাম্মদ ইদ্রিস নাম এক সমাজকর্মী বলেন, অনেকদিন ধরেই উখিয়া বাজারের আশেপাশের এলাকায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান নাম-পরিচয়হীন ওই পাগলি যুবতী। সারাদিন খাবারের খোঁজে যত্রতত্র তার চলাচল। যেখানে রাত সেখানেই (ঘুমিয়ে) পড়ে।

ধারণা করা হচ্ছে- রাতের আধারে কোনো লম্পটের লালসার শিকার হয়েছে মেয়েটি।

তবে যে বা যারা মানসিক ভারসাম্যহীন ওই নারীর সঙ্গে এ অমানবিক কাজ করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়ার দাবিও জানান তিনি।

এ বিষয়ে উখিয়া সমাজ সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন জানান, খোঁজ নিয়ে ওই নারীর প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে।

আরএস

Link copied!